Multilingual বাংলা (Bengali)

জোনাব জিম ভেনট্রি ’৭৯ অন্তর্বর্তীকালীন ‘হেড অব স্কুল’ হিসেবে আরম্ভ করেন

‘হেড অব স্কুল’ জন পলফ্রির বিদায়ের পর স্কুলের বোর্ড অব ট্রাস্টি ২০১৯-২০২০ সালের জন্য জিম ভেনট্রি’৭৯ কে অন্তর্বর্তীকালীন ‘হেড অব স্কুল’ হিসেবে নিয়োগ প্রদান করেন । ট্রাস্টিবোর্ডের প্রেসিডেন্ট-ইলেক্ট মিজ এমি ফলস্‌’৮২, পি’১৯, পি’২১, এর নেতৃত্বে অ্যানডোভার এর পরবর্তী ‘হেড অব স্কুল’ সন্ধান কমিটি গঠিত হয়েছে। একাডেমীর শিক্ষক, ট্রাস্টি ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ একাজে তাকে সাহায্য করছেন ।
অন্তর্বর্তীকালীন স্কুল প্রধান হিসেবে জনাব ভেনট্রির একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে, যেমনঃ স্কুল পরিচালনা অব্যাহত রাখা, নিড ব্লাইন্ড এ্যাডমিশন পদ্ধতি অব্যাহত রাখার জন্য অর্থ সংগ্রহ এবং ছাত্রদের সর্বতো উপায়ে সহায়তা করা । এ্যাসিস্টেন্ট হেড অব স্কুল ফর রেসিডেন্সিয়াল লাইফ এ্যান্ড ডীন অব স্টুডেন্টস জেনিফার এলিয়ট’৯৪ বলেন, স্কুল বর্ষের শুরুতেই জনাব ভেনট্রি প্রথমবারের মতো সকল শিক্ষকের সমন্বয়ে একটি মিটিং করেছেন ।
৩। জনাব ভেনট্রি বলেন, “স্কুলের ছাত্র-শিক্ষক, কমচারী ও কর্মকর্তাদের কাছে থেকে আমি যে অনুপ্রেরণা পাই তার তুলনা হয় না। অ্যানডোভারের মানুষরা সব সময় আমার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ, যার দিকে আমি বারবার ধাবিত হয়েছি । যেমন ধরা যাক, অলিভার ওয়েন্ডেল হোম্‌স লাইব্রেরীর জাকজমকপূর্ণ উদ্বোধন কালে আনন্দে আমার চোখে পানি এসে গিয়েছিল কারণ, ছাত্ররা বুঝতে পেরেছে যে তাদের জন্য অ্যানডোভার এই অতুলনীয় বিনিয়োগ করেছে।”
মিজ্‌ এলিয়ট বলেন, “আমি অনুভব করি যে, জনাব ভেনট্রি এই কাজের জন্য আদর্শ ব্যক্তি, কারণ তিনি সত্যিকার অর্থেই আমাদের নতুন ছাত্রদের চেনেন, নতুন ছাত্রদের এই স্কুলে নিয়ে আসার ক্ষেত্রে তিনি এতটাই সক্রিয় ভূমিকা রেখেছেন যে, ঐ ছাত্র এবং তাদের পরিবারগুলোকেও খুব ভালভাবে জানেন তিনি । আমি মনে করি, জনাব ভেনট্রির নতুন শিক্ষার্থীদের সাথে এই যোগাযোগটি তাদের নতুন স্কুলে তাদের মানিয়ে নেয়ার ক্ষেত্রে অত্যন্ত সহায়ক হবে।”
ট্রেসি সুইট, পরিচালক, একাডেমী কমিউনিকেশন্স বহু বছর ধরে জনাব ভেনট্রের সাথে কাজ করছেন । তিনি অন্তর্বর্তীকালীন স্কুল প্রধান হিসেবে জনাব ভেনট্রের প্রতি মিস এলিয়টের সমর্থনেরই প্রতিধ্বনি করেন। “দ্যা ফিলিপিয়ান” কে লেখা এক ই-মেইলে তিনি বলেন যে, “জনাব ভেনট্রি একজন চিন্তাশীল নেতা, একজন নিবেদিত প্রাণ টিম প্লেয়ার এবং এমন একজন স্বপ্নদ্রষ্টা যিনি সর্বদা অ্যানডোভারকে আরও শক্তিশালী করার উপায় খোঁজায় ব্যস্ত।” তাছাড়া অ্যানডোভারের সাথে তার গভীর ব্যক্তি ইতিহাসও জড়িত যা অন্তর্বর্তীকালীন স্কুল প্রধান হিসেবে গুরুত্বপূর্ণ ও কঠিন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাকে বিপুলভাবে সহায়তা করবে ।
জনাব মাইক গ্যালাহার’২০ এর মত অনেক শিক্ষার্থী অন্তর্বর্তীকালীন স্কুল প্রধানের পদটির গুরুত্ব অনুধাবন করতে পেরেছেন যা জনাব ভেনট্রিকে পূরণ করতে হবে । জনাব পলফ্রির শূন্য স্থানে কে কীভাবে পূরণ করা হবে তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন তিনি । “শুরুতে আমি বেশ উদ্বিগ্ন ছিলাম কারণ আমার মনে হয় সবাই জানে যে অ্যানডোভার এবং এর শিক্ষার্থীদের উপর জনাব পলফ্রির কি ভীষণ প্রভাব ছিল। কিন্তু যখন আমি দেখলাম জনাব ভেনট্রি স্কুল প্রধান হিসেবে নয় বরং অ্যানডোভার কমিউনিটির অংশ হিসেবে নিজেকে সম্পৃক্ত করতে চাচ্ছেন, তখন আমি আশ্বস্ত হলাম যে, তিনি এই পদ পূরণের জন্য খুবই উপযোগী ।”
জনাব পলফ্রির মত পিটার কারি’৭৪ বোর্ড অব ট্রাস্টির প্রেসিডেন্ট পদ থেকে এ বছর বিদায় নিয়েছেন । মিজ ফলস-সর্বসম্মতভাবে তার উত্তরসূরী হিসেবে নির্বাচিত হয়েছেন এবং তিনিই হবেন অ্যানডোভারের ইতিহাসে বোর্ড অব ট্রাস্টির প্রথম মহিলা প্রধান । জনাব ভেনট্রি নিজেও নেতৃত্ব পরিবর্তনের এই প্রক্রিয়া নিয়ে উচ্ছ্বসিত এবং বিষয়টিকে তিনি স্কুলের জন্য উত্তরণের একটি পদক্ষেপ হিসেবে দেখেন ।
ভেনট্রি বলেন, “স্কুলের জন্য এবং স্কুলের নতুন নেতৃত্বের জন্য এটি নতুন বছরের এক চমৎকার সূচনা। আনন্দের বিষয় এই যে, অ্যানডোভারের জন্য কি ভালো সে সম্বন্ধে এমির ভালো ধারণা রয়েছে -আমারো রয়েছে । আমরা পরস্পরের সাথে চিন্তা এবং আমাদের গন্তব্য নিয়ে ভাবনার আদান প্রদান করি এবং আমি আত্ববিশ্বাসী যে তার নেতৃত্বে পরবর্তী স্কুল প্রধানের সাথে সুদৃঢ় সম্পর্ক স্থাপিত হবে । সন্ধান কমিটির প্রধান হওয়া সত্ত্বেও তিনি একা কোন সিদ্ধান্ত গ্রহণ করবেন না । তিনি-(ফলস) একটি গ্রুপের অংশ হিসেবে সিদ্ধান্ত নেবেন এবং আমি আনন্দিত যে তিনি এই সুযোগটি পেয়েছেন ।”
স্কুলের বিগত বছরগুলো থেকে চলে আসা প্রথা যেমন “হেড অব স্কুল ডে” চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার । তিনি বলেন “একটি হেড অব স্কুল ডে পালিত হবে ঠিকই কিন্তু কোন পন্থায় তা পালিত হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেইনি………”। খোলা মনে সবার অভিমত শুনতে আমি আগ্রহী, কিন্তু হেড অব স্কুল ডে’টি কেমন হবে সে সম্পর্কে কিছুটা ধারণা অবশ্য আমার আছে ।”
ভেনট্রি বলেন, তাকে প্রায়ই জিজ্ঞাসা করা হয়, তিনি ফেল্পস্‌ হাউসের বাসিন্দা হতে যাচ্ছেন কিনা । জনাব ভেনট্রির মতে, ফেল্পস্‌ হাউসে বর্তমানে সংস্কার চলছে এবং নতুন করে বিদ্যুৎ ও হিটিং এর ব্যবস্থা করা হচ্ছে ।
তিনি আরও বলেন, এখানে-সেখানে কিছু বিশেষ পরিবর্তন হবে ঠিকই, কিন্তু আমি এতদিন একান্তে এবং সকলের সামনে যা বলে এসেছি তার নির্যাস হলো এই যে, আমার মিশন অ্যানডোভারের মিশন, আমার মূল্যবোধ অ্যানডোভারের মূল্যবোধ এবং আমার কৌশলগত পরিকল্পনা অ্যানডোভারেরই কৌশলগত পরিকল্পনা । এই বিষয়টির কোন পরিবর্তন হয়নি । একথা যখন পলফ্রি ছিলেন তখনও সত্য ছিলো এবং আজও সত্য ।